ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে এই প্রথম বাংলাদেশের কোনো পদক এলো। ফলে ২০২০ সালের টোকিও অলিম্পিকে সরাসরি অংশ নেবেন রোমান।
ইতিমধ্যে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করে বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব। তবে এরই ফাঁকে রোমানকে অভিনন্দন জানাতে ভুললেন না।
মঙ্গলবার (১৮ জুন) রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে রোমান সানাকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেন। সেখানে লেখেন, ‘অভিনন্দন, রোমান সানা! প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল জয় করার পাশাপাশি ২০২০ টোকিও অলিম্পিক গেমসে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে আমাদের গর্বিত করায় অসংখ্য ধন্যবাদ। ’
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এমকেএম