নারী টি-টোয়েন্টিতে তো বটে, পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটেও যা সর্বোচ্চ রানের রেকর্ড। পুরুষ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি আছে আফগানিস্তানের দখলে।
সবচেয়ে বেশি ব্যবধানে হেরেও রেকর্ড গড়ে মালি। এর আগে রেকর্ডটি ছিল চীনের নারীদের। সবচেয়ে বেশি ব্যবধানে হার এড়াতে মালির দরকার ছিল ১৪৩ রান। কিন্তু ৬ রানের পর এবার তারা ১১.১ ওভারে অলআউট হয়েছে ১০ রানে। উগান্ডার বিপক্ষে হেরেছে রেকর্ড ৩০৪ রানে। ছয় ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি।
বোলিংয়ে মালি অতিরিক্ত দিয়েছে ৬১ রান। তিন বাই, ২৮ ওয়াইড ও ৩০টি নো-বল! ওমো সো নামের এক বোলার ৩ ওভার বল করে দিয়েছে ৮২ রান!
উগান্ডার হয়ে সেঞ্চুরি করেন দুই ব্যাটসম্যান। ওপেনার প্রোসোকোভিয়া আলাকো ৭১ বলে করেন ১১৬ রান। অধিনায়ক রিটা মোসামালির ব্যাট থেকে ৬১ বলে আসে ১০৩ রান। দু’জনে ১৪.১ বল ক্রিজে থেকে দ্বিতীয় উইকেটে জুটিতে গড়েন ২২৭ রান।
বাংলাদেশের সময়: ০১১৭ ঘণ্টা, জুন ২১, ২০১৯
ইউবি/এমকেএম