বৃহস্পতিবার (২০ জুন) গ্লোবাল টি-২০ লিগের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানে সাকিবকে দলে অন্তর্ভুক্ত করে ব্রাম্পটন ওলভস।
২০১৮ সালে এই টুর্নামেন্টটি আলোর মুখ দেখে। এবারের আসরটি শুরু হবে ২৫ জুলাই থেকে। মূলত বিশ্বকাপে ক্রিকেটাররা ব্যস্ত থাকাতে কিছুটা দেরিতে শুরু হচ্ছে এবারের আসরটি। ১১ আগস্ট ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর।
মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে এবারের আসরে। সাকিবের ব্রাম্পটন আগের আসরে খেলেছিল ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বি টিম’ নামে। তবে সেবার ফাইনালে ভ্যাঙ্কুবার নাইটসের কাছে হেরে রানার্সআপ হয় দলটি।
সাকিব ছাড়াও তার দলে রয়েছেন আরেক তারকা ক্রিকেটার কলিন মুনরো। এই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন চলমান বিশ্বকাপে আফগানিস্তানের কোচ হিসেবে কাজ করা ফিল সিমন্স।
ফ্যাফ ডু প্লেসিস ও কেন উইলিয়ামসন খেলবেন এডমন্টন রয়্যালসে, সুনীল নারাইন ও থিসারা পেরেরা আছেন মন্ট্রিয়াল টাইগার্সে, ব্রেন্ডন ম্যাককালাম, কাইরন পোলার্ড ও যুবরাজ সিং টরন্টো ন্যাশনালসে, ক্রিস গেইল, শোয়েব মালিক ও আন্দ্রে রাসেল ভ্যাঙ্কুবার নাইটসে ও ডোয়াইন ব্রাভো ও ক্রিস লিন উইনিপেগ হকসের হয়ে মাঠে নামবেন।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুন ২১, ২০১৯
এমকেএম