ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অভিনয়ের ইনিংস শুরু যুবরাজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
অভিনয়ের ইনিংস শুরু যুবরাজের যুবরাজ সিং। ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই ১৯ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। এবার নতুন ইনিংস শুরুর পালা। বাবা যোগরাজ সিংয়ের পথ ধরে ক্রিকেটের পর অভিনয়েই নামছেন তিনি।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য অফিস’-এর ভারতীয় সংস্করণে অভিনয় করতে যাচ্ছেন সুদর্শন এ ক্রিকেট তারকা। একই নামে হটস্টারে প্রচারিত হবে ১৩ পর্বের ওয়েব সিরিজটি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, নতুন কিছুর চেষ্টা করতে সবসময়ই ভালো লাগে। সারাজীবন ক্রিকেট খেলেছি, ক্রিকেটই সবকিছু দিয়েছে। কিন্তু, এটা জীবনের এত বড় অংশ জুড়ে ছিল যে, আর কিছু করার সময় পাইনি। তাই ভাবলাম, এবার অন্য কিছুর চেষ্টা করি, মজা হবে।

অভিনয়ে নিয়মিত হবেন কি-না এ প্রসঙ্গে তিনি বলেন, পথ খোলা আছে, ধীরে-সুস্থে সিদ্ধান্ত নেওয়া যাবে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনই ব্যাট-প্যাড চিরদিনের মতো তুলে রাখতে চান না যুবরাজ সিং। আইপিএলে না খেললেও বোর্ড অনুমতি দিলে, অন্য টি২০ লিগে খেলতে চান ভারতের বিশ্বকাপজয়ী দলের এ সদস্য।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।