ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ইমরুল-বিজয়কে নিয়ে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জুলাই ৪, ২০১৯
ইমরুল-বিজয়কে নিয়ে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা বাংলাদেশ এ দল। ছবি-সংগৃহীত

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই দল ঘোষণা করে।

বাংলাদেশ জাতীয় দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়ের সঙ্গে একাধিক তরুন ক্রিকেটারও অন্তর্ভূক্ত করা হয়েছে ১৪ সদস্যের এই দলে। দলে জায়গা হয়নি ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও তরুন উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসানের।

গেলো সোমবার (০১ জুলাই) ঢাকা এসে পৌঁছেছে আফগানিস্তান ‘এ’ দল। সিরিজে তারা বাংলাদেশের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলবে। ৫ থেকে ৯ জুলাই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হবে প্রথম চারদিনের ম্যাচটি।

১২-১৫ তারিখে জহুর আহমেদ স্টেডিয়ামে দ্বিতীয় চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানেই ২১, ২৩ ও ২৪ জুলাই প্রথম তিন ওয়ানডে হবে। এরপর বিকেএসপি মাঠে ২৭ ও ২৯ জুলাই হবে শেষ দুটি ওয়ানডে।

১৪ সদস্যের বাংলাদেশ দল:

ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, জাকির হাসান, আফিফ হোসেন, রকিবুল হাসান, তানভীর হায়দার, জাকির আলী অনিক, সালাহউদ্দিন শাকিল, কামরুল ইসলাম রাব্বি, ইরফান হোসেন, সানজামুল ইসলাম, সুমন হক ও তানভীর ইসলাম।    

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।