‘মিনি রঞ্জি’ খ্যাত ভারতের কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে খেলতে গেছেন মুমিনুল-তাসকিনরা। বুধবার (১০ জুলাই) সফরের প্রথম ম্যাচের প্রথম দিন শুরু করে বিসিবি একাদশ।
মুমিনুল ফিরলেও বিদর্ভের বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে সেঞ্চুরি তুলে নেন শান্তু। ইয়াসির আলি চৌধুরি (৮) ও কাজী নুরুল হোসাইনকে (২) হারালে কিছুটা চাপে পড়ে বিসিবি। তবে তা বিপর্যয়ে রূপ নিতে দেয়নি শান্তু ও আরিফুল হকের ব্যাট। দু’জনে মিলে গড়েন ১৫১ রানের জুটি।
নালখান্দের চতুর্থ শিকার হিসেবে শান্তু সাজঘরে ফেরেন। তার ২১৯ বলে ১১৮ রানের ইনিংসটি সাজানো ছিল ১৩ চার ও ২ ছক্কায়। এর পরপরই দলীয ৪৯৮ রানে আউট হন আরিফুল (৭৭)। দলীয় স্কোরবোর্ডে আর ২ রান যোগ হতেই ইনিংস ঘোষণা করে বিসিবি। নাঈম হাসান (১) ও তাইজুল ইসলাম (২) অপরাজিত ছিলেন।
৭৯ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন নালখান্দে। রজনিশ গুরবানি ও আদিত্য সারভাতের নিয়েছেন একটি করে উইকেট।
বিদর্ভও নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছে। ওপেনিং জুটিতে ১১৪ রান করে দিন শেষ করেছে তারা। এক রান দূরে থাকতে সঞ্জয়ের ফিফটি কেড়ে নেন তাইজুল ইসলাম। তবে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন অক্ষয় কোলহার। ৬২ রানে অপরাজিত আছেন বিদর্ভের এই ওপেনার। সঞ্জয়ের আউটের পরপরই দিন শেষ করে বিদর্ভ।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
ইউবি