নতুন এই সিদ্ধান্তের সঙ্গে অধিনায়ক সরফরাজ আহমেদ, দলের প্রধান কোচ মিকি আর্থার এবং প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বেশ ভালো ভাবে জড়িত বলে মনে করা হচ্ছে। সেমিফাইনালে না ওঠা এবং ভারতের বিপক্ষে হারের পর তারা তাদের পদে বহাল থাকবেন কিনা, এ নিয়েও অনেকে বিরূপ ধারণা পোষণ করেন।
ধারণা করা হচ্ছে, এ সিদ্ধান্তের ফলে সরফরাজকে অধিনায়কের পদ থেকে বাদ দেওয়া হতে পারে। অথবা আগামী কয়েকটি ম্যাচে তাকে অধিনায়ক হিসেবে রাখা হতে পারে। তবে পুরোপুরি অনশ্চিত কোচ আর্থার ও প্রধান নির্বাচক ইমজামামের ভাগ্য।
মানি বলেন, ‘পিসিবি চেয়ারম্যান হিসাবে আমার দায়িত্ব এখন শুরু হতে যাচ্ছে। নতুন দলের ব্যবস্থাপনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কয়েক সপ্তাহের মধ্যেই নেওয়া হবে। ’
এছাড়া, আগামী চার বছরে পাকিস্তান দলের কার্যক্রম পর্যবেক্ষণে সব সিদ্ধান্ত নেওয়া হবে এবং কোনো পরিবর্তন করার আগে একটি সঠিক প্রক্রিয়া মাধ্যমেই সবকিছু চূড়ান্ত হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
এইচএমএস/এমকেএম