বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান সাংবাদিকদের এমনটাই জানান। তিনি বলেন, ‘অস্থয়ী কোচ সুজন হবেন কিনা তা আমরা চিন্তা করছি।
তবে খালেদ মাহমুদ সুজন আগেই জানিয়েছেন তিনি অস্থায়ী ভাবে কোচের দায়িত্ব নিতে চান না। তাই এ ব্যাপারেও নিশ্চিত ভাবে কিছু বলা হচ্ছে না।
এদিকে বর্তমানে পেস বোলিং কোচ সহ বেশ কয়েকটি কোচিং পোস্ট খালি আছে। শ্রীলঙ্কা সফরে পাওয়া যাবে না ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জিকে। তাই শ্রীলঙ্কা সফরে তার পরিবর্তে ভারতের ওয়াসিম জাফরের কথা চিন্তা করছে বিসিবি। আকরাম খান বলেন, ‘চাম্পাকা রামানায়েকে ভালো বোলিং কোচ। তাকে শ্রীলঙ্কা সফরে নিয়ে যাবো। আর ম্যাকেঞ্জিকে না পাওয়া গেলে ওয়াসিম জাফরকে সেই দায়িত্ব দেব। ’
বর্তমানে রামানায়েকে বাংলাদেশ হাই-পারফরম্যান্স দলের দায়িত্বে আছেন। আর ওয়াসিম জাফর রয়েছেন গেম ডেভেলপমেন্টের দায়িত্বে। ইতোমধ্যে তামিম ইকবালকে নিয়ে কাজও শুরু করে দিয়েছেন তিনি।
২৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওডিআই যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। প্রতিটি ম্যাচই কলম্বোতে গড়াবে। আর ১ আগস্ট দেশের উদ্দেশ্যে প্লেনে উঠবেন ক্রিকেটাররা।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
আরএআর/এমএমএস