ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

খুলনা টাইটান্সে চুক্তিবদ্ধ হলেন ওয়াটসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
খুলনা টাইটান্সে চুক্তিবদ্ধ হলেন ওয়াটসন শেন ওয়াটসন। ছবি: সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরে বসতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এই আসরেই খুলনা টাইটান্সের হয়ে মাঠে নামতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শেন ওয়াটসন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) খুলনা টাইটান্সের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে ওয়াটসনের একটি ভিডিও বার্তাও পোস্ট করা হয়।

 

ওয়াটসন সেখানে বলেন, ‘আমি শেন ওয়াটসন। আমার কাছে দারুণ রোমাঞ্চকর একটি খবর আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরে আমি খুলনা টাইটান্সের হয়ে আসছি। আমি দারুণ ভাবে রোমাঞ্চিত হয়ে আছি আসন্ন বিপিএলে খেলার জন্য। সেখানে অনেক অভিজ্ঞ ক্রিকেটার খেলে এবং কোয়ালিটি ক্রিকেট খেলা হয়। বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য আমি আসছি। ’

‘খুলনা টাইটান্সের কোচিং ও ব্যবস্থাপনা একটি দারুণ দল গড়েছে। আশা করি আমরা শিরোপা জয় করতে পারবো। শিগগিরই দেখা হবে। ’

পুরো মৌসুমের জন্যই খুলনার হয়ে খেলবেন এই অজি ক্রিকেটার।  

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।