ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

 বিশ্বকাপ জয়ী কোচ এখন কেকেআরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
 বিশ্বকাপ জয়ী কোচ এখন কেকেআরের ট্রেভর বেইলিস। ছবি: সংগৃহীত

আগে থেকেই বলা হয়েছিলো, বিশ্বকাপের পর আর ইংল্যান্ডের সঙ্গে থাকবেন না ট্রেভর বেইলিস। সেই কথাই রেখেছেন ইংল্যান্ড কোচ। বিশ্বকাপ জয়ের পরেও আর চুক্তির মেয়াদ বাড়াননি এ অস্ট্রেলিয়ান। চলতি বছরের অ্যাশেজ শেষেই বিদায় হবেন তিনি। আর এ সুযোগটিই লুফে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস, সায়মন ক্যাটিচ ও অন্যান্য সাপোর্টিং কোচদের সঙ্গে চুক্তি শেষ করেছে কেকেআর। সম্পূর্ণ নতুন করে নিজেদের ঘর সাজানোর প্রথম ধাপেই বেলিসকে নিজেদের ঘরে নিতে পেরেছে কেকেআর।

এখন থেকে কলকাতার প্রধান কোচের দায়িত্বে থাকবেন বেইলিস।

বেইলিস ছাড়াও কেকেআরে ভিরছেন ব্রেন্ডন ম্যাককালামও। ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও কেকেআরের সাবেক খেলোয়াড় ম্যাককালামকেও দলে নিয়েছে তারা।

তবে কেকেআরের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা এবারই প্রথম নয় বেইলিসের। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত কলকাতার কোচ হিসেবে ছিলেন তিনি। তার অধীনেই দুইটি শিরোপা জিতেছে কলকাতা। আবারও শিরোপা জয়ের লক্ষ্যে বেইলিসকে ফিরিয়ে আনল কলকাতা।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।