ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কেকেআর নয় সানরাইজার্সের কোচ হলেন বেইলিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
কেকেআর নয় সানরাইজার্সের কোচ হলেন বেইলিস ট্রেভর বেইলিস। ছবি: সংগৃহীত

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে কথা প্রায় পাকাপাকি কিন্তু শেষ পর্যন্ত কলকাতা নয় বিশ্বকাপ জয়ী কোচ ট্রেভর বেইলিস ভিড়লেন সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরে। বিশ্বকাপ জয়ের পরেও ইংল্যান্ডের সঙ্গে নতুন চুক্তিতে যায়নি বেইলিস। তাই আসন্ন অ্যাশেজের পরই ইংলিশদের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে তার। আর সেই সুযোগে এগিয়ে এসেছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাধিক ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত কলকাতাকে হারিয়ে এগিয়ে গেলো হায়দ্রাবাদ।

এর আগেও ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কলকাতার হয়ে কোচের দায়িত্ব পালন করেছেন বেইলিস। এই সময়ের মধ্যে কেকেআর দুবার শিরোপা জয় করে।

বেইলিস টম মুডির জায়গায় হায়দ্রাবাদের কোচের দায়িত্বে আসবেন। এর আগে আটটি মৌসুম হায়দ্রাবাদের কোচের দায়িত্ব পালন করেছেন টম মুডি।

মূলত নতুন করে ফ্র্যাঞ্চাইজি সাজিয়ে তোলার লক্ষ্যেই টম মুডির সঙ্গে চুক্তি শেষ করেছে হায়দ্রাবাদ। সানরাইজার্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘অনেক আলোচনার পর সানরাইরার্জ ফ্র্যাঞ্চাইজি সিদ্ধান্ত নিয়েছে নতুন কাউকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হবে এবং টম মুডির সঙ্গে সম্পর্ক শেষ করা হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।