২০১৯ বিশ্বকাপে আইসিসি’র অ্যাম্বেসেডর হিসেবে কাজ করেছেন ৪৩ বছর বয়সী ক্যালিস। আইসিসি’র ওয়েবসাইটে তিনি দাবি করেছেন, ক্রিকেটে বোলারদের দাপট আবার ফিরিয়ে আনার জন্য।
পাওয়ার-প্লে’তে বোলারদের জন্য নিয়ম হচ্ছে, ১১ থেকে ৪০ ওভারের মধ্যে চার ফিল্ডার বৃত্তের বাইরে রাখতে হবে। এই নিয়মের পরিবর্তন চান ক্যালিস।
কিংবদন্তি অলরাউন্ডার বলেন, ‘আমার মনে হয় কিছু বিষয়ের পরিবর্তন দরকার। চাপের সময় বোলারদের ব্যাটিং উইকেটে বল করাটা কঠিন হয়ে যায়। পুরনো ফরম্যাটে ১০ ওভারের পরে পাঁচ ফিল্ডার বৃত্তের বাইরে রাখার নিয়ম ছিল। আমি মনে করি, বোলারদের এই অপশন দরকার, বিশেষ করে স্পিন বোলারদের জন্য। ’
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
ইউবি