ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ: তামিম 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
শ্রীলঙ্কা সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ: তামিম  বিমানবন্দর ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে তামিম: ছবি-শোয়েব মিথুন

চোটের কারণে শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। তার পরিবর্তে এই সফরে অধিনায়কত্ব করবেন দলের তারকা ওপেনার তামিম ইকবাল।

কিন্তু এমন এক মুহূর্তে নেতৃত্ব পেলেন, যখন দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন। তাছাড়া সাকিব, লিটন দাসও নেই।

এমন এক মাঝারি এক দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়া অনেক বড় চ্যালেঞ্জ বলেই মনে করেন তামিম।

শুক্রবার (১৯ জুলাই) বিকেল পযর্ন্ত সব ঠিক ছিল। ফুরফুরে মেজাজে সংবাদ সম্মেলনেও করেছেন ম্যাশ। কিন্তু সন্ধ্যায় পাওয়া গেল দুঃসংবাদ। বোলিং অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছেন তিনি। মাত্র তিন ঘন্টার ব্যবধানে অধিনায়ক হিসেবে তামিমের নাম ঘোষণা করা হয়। বিসিবি’র মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেন।  

হুট করে অধিনায়কত্বের চ্যালেঞ্চ নিয়ে লঙ্কা সফরে যাচ্ছেন তামিম। শনিবার (২০ জুলাই) দলের সঙ্গে বিমানবন্দর ছাড়ার আগে সাংবাদিকদের নতুন চ্যালেঞ্জের ব্যাপারটা জানালেন তিনি।  

অধিনায়কত্বের বিষয়ে তামিম বলেন, ‘দেখেন, কে অধিনায়ক হবে বা না হবে এই সিদ্ধান্তটা সাধারণত বোর্ড থেকে আসে। আমার কাছে মনে হয় যে, এই সিরিজটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে দল আছে, এই দলেরও প্রমাণ করার অনেক কিছু আছে। যদিও আমাদের প্রথম সারির অনেক খেলোয়াড় চোটের কারণে এই সফরে যাচ্ছেন না। ’  

বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছে দুপুর ১২-৫৫ মিনিটে। তার আগে এই সিরিজের গুরুত্বটা ফুটে ওঠলো তামিমের কণ্ঠে, ‘আমার কাছে মনে হয়, এই সিরিজটা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের। ওদের (শ্রীলঙ্কা) হোম কন্ডিশনে খেলা অত্যন্ত কঠিন। তবে আমরা আগের সিরিজগুলোতে ভালো করেছি। ’ 

এদিকে মাশরাফি ছাড়াও চোটে পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া বিশ্বকাপে ব্যাট ও বল হাতে আলো ছড়ানো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না। দলের সেরা পারফর্মারদের অভাব দলকে ভোগাবে কি না এমন প্রশ্নে তামিম বলেন, ‘ইনজুরি এমন একটা জিনিস, যা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই। আমি নিশ্চিত, স্কোয়াডে যারা আছে, তারা সবাই যোগ্য খেলোয়াড়। আমি নিশ্চিত, যারা সুবিধা পাবে তারা যদি ভালো করে তবে আমরা অনেক কিছু অর্জন করতে পারব। ’  

সদ্য সমাপ্ত ২০১৯ বিশ্বকাপে তামিমের থেকে আশা ছিল অনেক। কিন্তু উপযুক্ত সময়ে জ্বলে ওঠেনি তার ব্যাট। টাইগাররা বিশ্ব মঞ্চে ভালো করলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।  

তবে সেই দুঃসময় নিয়ে ভাবছেন না তামিম। ব্যর্থতা ঝেড়ে আরেকটি বড় চ্যালেঞ্জ নিয়ে সামনের দিকেই তাকাচ্ছেন দলের এই নতুন অধিনায়ক, ‘বিশ্বকাপে খেলার যে ধরনের আমি আশা করেছিলাম, সত্যি কথা বলতে তা হয়নি। আমার নিজের যা মান তা আমি মেইনটেইন করে খেলতে পারিনি। এটা ক্রিকেট, এটা জীবনের অংশ। এটা নিয়ে আমি যদি সারাদিন চিন্তাও করি তবে তা আমাকে আরও কষ্ট দিবে। যে জিনিসটা আমি সবসময় ভালো করে আসছি ওটা আমি চালিয়ে যাব। ’

বিশ্বকাপে ভালো খেলতে না পারার সমালোচনা শুনতে হয়েছে তামিমকে। তবে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার কণ্ঠে। অতীতেও সব সমালোচনার জবাব দিয়েছিল তার ব্যাট। এবারেও মনে রাখার মতো একটা সিরিজ খেলার আত্মবিশ্বাস তামিমের, ‘কোনো কিছু খারাপ হলে সারাদিন যদি আপনি তা নিয়ে ভাবতে থাকেন তবে তা অাপনার জন্য ক্ষতিকর। আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। পজিটিভভাবে ভাবতে হবে। আমিও তাই করছি। আশা করি, দল হিসেবে আমরা একটা ভালো সিরিজ কাটাবো। ’

শ্রীলঙ্কা সফরের তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগারার। তবে সিরিজ শুরুর আগে ২৩ জুলাই কলম্বোয় একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওডিআই যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। প্রতিটি ম্যাচই হবে কলম্বোতে। আর ১ আগস্ট দেশের উদ্দেশ্যে প্লেনে উঠবেন ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯ 
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।