ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজশাহী কিংসে যোগ দিলেন জেপি ডুমিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
রাজশাহী কিংসে যোগ দিলেন জেপি ডুমিনি জেপি ডুমিনি-ছবি: সংগৃহীত

প্রোটিয়া ব্যাটিং-অলরাউন্ডার জেপি ডুমিনি যোগ দিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংসে। চলতি বছরের শেষে অনুষ্ঠেয় বিপিএলের পরবর্তী আসরেই তাকে রাজশাহীর জার্সিতে দেখা যাবে।

ডুমিনির যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে রাজশাহী কিংস।

২০১৯ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন ডুমিনি।

এরপর চলতি সপ্তাহে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড- এই তিন দেশের সম্মিলিত প্রথম প্রয়াস ‘ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম’এ দেখা যাবে তাকে।

৩৫ বছর বয়সী ডুমিনি একজন বাঁহাতি ব্যাটসম্যান, কার্যকর স্পিনার ও দুর্দান্ত ফিল্ডার, যিনি ১৪ বছর দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন। তাছাড়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটেও তার অভিজ্ঞতা অনেক। ২০১৮ সালে পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দিয়ে দ্বিতীয় শিরোপাও এনে দিয়েছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ডুমিনি খেলে আসছেন সেই শুরু থেকে। এখন পর্যন্ত ডেকান চার্জার্স, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানারাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে মাঠে নামতে দেখা গেছে তাকে।

এদিকে প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার যোগ দিচ্ছেন ঢাকা ডাইনামাইটসে। বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানেরও একই দলের যোগ দেওয়ার কথা জানা গেছে। অন্যদিকে সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন এরইমধ্যে খুলনা টাইটান্সে যোগ দিয়েছেন। একই দলে যোগ দেওয়ার কথা প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরের।

চলতি বছরের ৬ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ৭ম আসর।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।