মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ সাইফউদ্দিনের ইনজুরি পড়েন লঙ্কা সফরের ঠিক আগ মুহূর্তে। দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক না থাকায়, অনেকটা বাধ্য হয়েই অধিনায়কত্ব দেয়া হয়েছে তামিম ইকবালকে।
মূলত সাকিবের পরিবর্তেই স্পেশালিস্ট স্পিনার হিসেবে ভাবা হচ্ছে তাইজুলকে। তবে তাইজুল নিজে তেমনটা ভাবেন না। তার মতে, শুধু নিজের কাজটা ঠিকঠাক ভাবে করাই তার কাজ, সাকিবের জায়গা নেওয়া সম্ভব নয়।
কলম্বোতে রোববার (২১ জুন) প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তাইজুল। সেখনেই জানান সুযোগ পেলে সাকিবের জায়গায় ভালো কিছু করার চেষ্টা করবেন। তবে সাকিবের সমকক্ষ ভেবে নয়। বাঁহাতি এ স্পিনার বলেন, ‘আসলে এটার (সাকিবের পরিবর্তে আসা) সঙ্গে আমি একমত নই। সাকিব ভাইয়ের পরিবর্তে আমি আসি না। আপনি ওইভাবে দেখলে বুঝবেন। সাকিব ভাই দুই জায়গায়ই (ব্যাটিং-বোলিং) পারফর্ম করেন। উনি বিশ্বসেরা র্যাংকিংয়ে রয়েছেন। আমি চেষ্টা করবো, যদি ম্যাচ খেলি আল্লাহর রহমতে তার জায়গায় ভালো কিছু করার। তবে তার জায়গা নিয়ে নয়। ’
তাইজুলের মতে দলে নিয়মিত খেলোয়াড়দের বেশ কয়েকজন না থাকলেও সবাই বেশ ভালো অবস্থানেই রয়েছে। বলেন, ‘আমাদের দল এখন অনেক ভালো জায়গায় আছে। শ্রীলঙ্কার চেয়ে আমাদের দল খারাপ, এমনটা আপনি বলতে পারবেন না। এখানে আসলে যারা ভালো খেলবে, তাদের পক্ষেই রেজাল্টটা যাবে। তাই আমরা চেষ্টা করবো ভালো কিছু করার। ’
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এমকেএম