ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

এখনও ঢাকায় চূড়ান্ত নন মরগান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এখনও ঢাকায় চূড়ান্ত নন মরগান ইয়ন মরগান। ছবি: সংগৃহীত

একদিন আগে পর্যন্ত জানা যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। তবে সোমবার (২২ জুলাই) জানা যায়, এখনও চূড়ান্তভাবে মরগানের সঙ্গে চুক্তি হয়নি ডায়নামাইটস কর্তৃপক্ষের।

সোমবার ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজ থেকে ডায়নামাইটস কর্তৃপক্ষ জানায়, মরগানের সঙ্গে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি তবে আলোচনা অনেকটাই এগিয়েছে।

ফেসবুকের পোস্টে লেখা হয়, ‘সম্প্রতি খবরে প্রকাশ হয়েছে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন।

তবে আমরা জানাতে চাই এখনও তার সঙ্গে আমাদের আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি।

ঢাকা ডায়নামাইটস কয়েক মাস থেকেই মরগানের প্রতিনিধির সঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনা করছে এবং উভয় পক্ষই চুক্তির ক্ষেত্রে ইতিবাচকভাবে এগিয়েছে। বিশ্বকাপের পর এ বিষয় আলোচনা করার কথা হয়েছে।

আমরা আশা করছি এই চুক্তি চূড়ান্ত হবে এবং মরগান তার অন্যান্য কাজের ফাঁকে আগামী সপ্তাহে তা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। ’

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।