ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় দলের বিপক্ষে বাংলাদেশের দাপট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ভারতীয় দলের বিপক্ষে বাংলাদেশের দাপট ছবি-সংগৃহীত

বল ও ব্যাট হাতে ভারতে দাপট দেখাচ্ছে বিসিবি একাদশ। মিনি রঞ্জি ট্রফিতে সিরিজের তৃতীয় ম্যাচের প্রথম দিনে ভারতের দল কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে মাত্র ৭৯ রানে গুটিয়ে দিয়েছে মুমিনুল হকের দল।

সোমবার (২২ জুলাই) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বিসিবি অধিনায়ক মুমিনুল। প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত যে ভুল হয়নি তা প্রমাণ করতে বেশিক্ষণ লাগেনি বিসিবির।

 

কর্নাটকের দলীয় ৫ রানে রোহান খাদেমকে (১) সাজঘরে ফেরত পাঠান শহিদুল ইসলাম। আরেক ওপেনার অর্জুন এস পি’কে আউট করেন এবাদত হোসেন। পরের গল্পটা শহিদুলের। ১৬ ওভার বল করে ২০ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। আরিফুল হক নেন ৩ ‍উইকেট। ২ উইকেট শিকার করেছেন এবাদত।

শুরুতে মুখ থুবড়ে পড়া কর্নাটক আর দাঁড়াতে পারেনি। তাদের সর্বোচ্চ ১৮ রান এসেছে কে এস দেভাইয়াহ’র ব্যাট থেকে। প্রাভিন দুভে করেছেন ১৬ রান। ১২ করেন অভিনব মনোহার।  

চারদিনের টেস্টের প্রথম দিনে প্রতিপক্ষকে একশ রানের নিচে গুটিয়ে ব্যাট হাতেও চালকের আসনে বসেছে বিসিবি। নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেট ১৩৫ রান সংগ্রহ করে দিন শেষ করেছে তারা।  

অবশ্য ব্যাটিংয়ে নেমে বিসিবিও শুরুতে ধাক্কা খায়।  দলীয় ৬ রানে ওপেনার সাঈফ হাসানকে (৩) হারানোর অভিজ্ঞতাটা বুঝতে দেয়নি আরেক ওপেনার সাদমান ইসলাম। মুমিনুলের (১০) সঙ্গে ৩৪ ও জহুরুল ইসলামের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন তিনি। ফিফটি করে সাদমান সাজঘরে ফিরেন। তার ৯৩ বলে ৫৯ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ১ ছক্কায়। অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান জহুরুল (২৮) এবং নাজমুল হোসেন শান্ত (২৭) দ্বিতীয় দিন শুরু করবেন।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯ 
ইউবি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।