তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকেও নেওয়া হয়েছে। যদিও সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে হাঁটুর ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন তিনি।
সর্বশেষ দুই বছর আগে টি-২০ খেলা নারাইন এই সিরিজে স্পিন সঙ্গী হিসেবে পাচ্ছেন খ্যারে পিয়েরেকে। তবে ইংল্যান্ড বিশ্বকাপে দলে ডাক পেলেও তিনি ৫০ ওভারের ক্রিকেটে আত্মবিশ্বাসী নন বলে নিজেকে সরিয়ে নেন।
গায়ানায় অনুষ্ঠিত তৃতীয় টি-২০তে দলে পরিবর্তন আনতে পারেন ক্যারিবীয় নির্বাচকরা। যেখানে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্টও খেলবে উইন্ডিজ। ৩ আগস্ট যুক্তরাষ্ট্রের লডারহিলে প্রথম টি-২০ অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যান্থনি ব্র্যাম্বল (উইকেটরক্ষক), জন ক্যাম্পবেল, শেলডন কোটরেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, সুনিল নারাইন, কেমো পল, খ্যারে পিয়েরে, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, ওশানে টমাস।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এমএমএস