ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ২৮৩

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ২৮৩ ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে লড়ছে বাংলাদেশ। কলম্বোয় অনুষ্ঠিত এ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। যেখানে টসে হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে ২৮৩ রানের লক্ষ্য দিয়েছে দলটি।

ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালো করে তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ। দলীয় ৩২ রানে প্রতিপক্ষে তিন উইকেট তুলে নেয় দলটি।

তবে শেহান জয়সুরিয়া ও দাসুন শানাকার হাফসেঞ্চুরিতে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান করে নিরোশান দিকভেলার দল।

শানকা ৬৩ বলে ৬টি চার ও সমান ছক্কায় ৮৬ করে অপরাজিত থাকেন। আর জয়সুরিয়া ৭৮ বলে ৫টি চারের সাহায্যে ৫৬ করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে দারুণ বল করা রুবেল হোসেন ও সৌম্য সরকার দুটি করে উইকেট লাভ করেন। এছাড়া মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ একটি করে উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।