স্টোকসের পাশাপাশি নিউজিল্যান্ডের সেরা নাগরিক ‘বেস্ট নিউজিল্যান্ডার অব দ্য ইয়ার’ এর পুরস্কারে মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও। স্টোকসের মতে, তিনি নিজে নন উইলিয়ামসনই এই পুরস্কারের আসল দাবিদার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দিয়েছেন স্টোকস। সেখানে তিনি লেখেন, ‘সেরা নিউজিল্যান্ডার মনোনীত হয়ে আমি অভিভূত। আমি আমার নিউজিল্যান্ড ও মায়োরি সম্প্রদায় নিয়ে গর্বিত। কিন্তু এই মনোনয়ন আমার জন্য সঠিক নয়। এখানে এমন লোক আছেন যারা এটা ভালোভাবে নিতে পারবেন এবং নিউজিল্যান্ড দেশকে সমর্থন দিতে পারবেন।
আমি ইংল্যান্ডকে বিশ্বকাপ জয়ে সাহায্য করেছি এবং আমার পরিবারও যুক্তরাজ্যেই থাকে। আমার ১২ বছর বয়স থেকে আমি এখানে আছি।
আমি মনে করি পুরো নিউজিল্যান্ড দেশকেই কেন উইলিয়ামসনকে সমর্থন দেওয়া উচিৎ। তিনি নিউজিল্যান্ডের কিংবদন্তি হওয়ার সামর্থ্য রাখে। বিশ্বকাপে তিনি তার দলকে সম্মানের সহিত নেতৃত্ব দিয়েছেন। তিনি টুর্নামেন্ট সেরা হয়েছেন এবং অনুপ্রেরণীয় নেতা ছিলেন।
তিনি প্রতিটি মুহূর্তে মনুষ্যত্ব ও মানবতা দেখিয়েছেন। তিনি একেবারেই নিউজিল্যান্ডের যোগ্য। নিউজিল্যান্ডকেও তাকে সমর্থন দেওয়া উচিৎ। তার এটা প্রাপ্য এবং আমি নিজেও ভোট দেবো। ’
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমকেএম