বুধবার (২৪ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা আফগানিস্তান বাংলাদেশ বোলারদের তাণ্ডবে ৩২.৪ ওভারে মাত্র ১২২ রানে গুটিয়ে যায়। পরে ফজলে মাহমুদের হাফসেঞ্চুরিতে ভর করে ৩ উইকেট হারিয়ে ও ১১৭ বল বাকি থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ।
১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার ও অধিনায়ক ইমরুল কায়েস ২৩ রানের বিদায় নেন। মোহাম্মদ নাঈম ও জাকির হাসানও দ্রুত মাঠ ছাড়েন। তবে ফজলে মাহমুদ ও আফিফ হোসেনের অপরাজিত ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ফজলে ৭৯ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৭ ও আফিফ ২১ রান করেন।
আফগান বোলারদের মধ্যে ফরিদ আহমেদ, করিম জানাত ও জিয়া-উর-রহমান একটি করে উইকেট নেন।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আবু জায়েদ রাহি ও মেহেদি হাসানদে তোপে পড়ে আফগানিস্তানের ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার ইমরাহীম জাদরান। তবে আর কেউই বলার মতোর স্কোর করতে পারেননি।
ডানহাতি পেসার রাহি ৫.৪ ওভারে মাত্র ২৮ রানে ৪টি উইকেট তুলে নেন। ম্যাচ সেরার পুরস্কারও তার হাতে ওঠে। স্পিনার মেহেদি পান ৩টি উইকেট। এছাড়া আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম একটি করে উইকেট দখল করেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমএমএস