পাপান বলেন, ‘কোচ নিয়ে আমাদের প্রক্রিয়া চলছে। শুধু তো হেড কোচ না, ফাস্ট বোলিং কোচ আছে, ফিজিও আছে একাধিক নিয়োগ প্রক্রিয়া।
তবে সম্ভাব্য হেড কোচের তালিকায় শ্রীলঙ্কার সাবেক টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহের নাম গুঞ্জনে উঠলে তার বিষয়ে বোর্ড সভাপতি বলেন, ‘হাথুরুর সাথে আমাদের কোনো কথাই হয়নি। এখন তো সিরিজ চলছে এখন কথা বলাই নিষেধ। তবে সিরিজ শেষে সে যদি আগ্রহ দেখায় তখন বিবেচনা করব। সেও তখন প্রধান কোচের প্রার্থী হবে। ’
তবে বোলিং কোচ নিয়োগ প্রায় শেষের দিকে। পাপন আরও বলেন, ‘বোলিং কোচ চলে এসছে। মোটমুটি আমরা শেষ পর্যায়ে। আমার মনে হয় আগামী ২৭ তারিখ বোর্ড মিটিংয়ে বসে ফাইনাল কিছু সিদ্ধান্ত নিতে পারব। ’
বোর্ডের দেওয়া হেড কোচ নিয়োগ বিজ্ঞপ্তি প্রেক্ষাপটে অনেক কোচই আবেদন করেছে। তবে পাপন জানিয়েছেন এর বাহিরেও অনেক কোচের সাথে যোগাযোগ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
আরএআর/এমএমএস