ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের ফিল্ডিং কোচ পদে জন্টি রোডসের আবেদন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
ভারতের ফিল্ডিং কোচ পদে জন্টি রোডসের আবেদন জন্টি রোডস-ছবি:সংগৃহীত

ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সেরা ফিল্ডার হিসেবে বিবেচনা করা হয় জন্টি রোডসকে। আর দক্ষিণ আফ্রিকান সাবেক এই তারকা এবার ভারতের ফিল্ডিং কোচ পদে আবেদন করলেন। ফলে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই হাই-প্রোফাইলের নাম।

ক্রিকেট নেক্সট নামে এক ওয়েবসাইটে জন্টি বলেন, ‘হ্যাঁ ভারতের নতুন ফিল্ডিং কোচ পদে আমি আবেদন করেছি। আমি ও আমার স্ত্রী এই দেশটিকে খুবই পছন্দ করি, এখানে ইতোমধ্যে আমরা অনেক সফলতা পেয়েছি।

আমাদের দুটি সন্তান ভারতে জন্ম নিয়েছে। ’

নিজের ক্রিকেট ক্যারিয়ারে জন্টি চুম্বক গতিতে ক্যাচ ধরা ও অসাধারণ দৌড়ে রানআউট করাতে পারদর্শী ছিলেন। ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের ইনজামাম-উল-হককে রানআউটের স্মৃতি এখনও দর্শকরা মনে রেখেছে।

রোডসের অবশ্য ভারতে কোচিংয়ের অভিজ্ঞতা আগেও হয়েছে। তিনি চারবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।