ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অধিনায়কত্ব নয়, ভালো শুরু নিয়ে ভাবছেন তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
অধিনায়কত্ব নয়, ভালো শুরু নিয়ে ভাবছেন তামিম তামিম ইকবাল

ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডেতে দেশের নেতৃত্ব দিতে যাচ্ছেন তামিম ইকবাল। কিন্তু এই নতুন স্বাদ পাওয়া নিয়ে মোটেই রোমাঞ্চিত নন দেশসেরা ওপেনার। টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়কের ভাবনা শুধুই ভালো শুরু নিয়ে।

তিন ম্যাচ সিরিজ খেলতে এই মুহূর্তে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ দল। বিশ্বকাপের পর এটাই টাইগারদের প্রথম সিরিজ।

শ্রীলঙ্কার জন্যও তাই। সিরিজের প্রথম ম্যাচটি শুক্রবার (২৬ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এবারের সফরে তুলনামূলক খর্ব শক্তির দল নিয়ে গেছে বাংলাদেশ। দল দেশ ছাড়ার একদিন আগে সংবাদ সম্মেলনের ঠিক পরেই অনুশীলনে চোট পেয়ে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অন্যদিকে ব্যক্তিগত কারণে ছুটিতে আছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। নেই লিটন দাস ও মোহাম্মদ সাইফউদ্দিনিও।

মাশরাফির চোটের কারণেই হুট করেই অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন তামিম। এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে তখনকার অধিনায়ক মুশফিকুর রহিমের ইনজুরির কারণে এক টেস্টে নেতৃত্ব দিলেও রঙিন জার্সিতে তামিমের অভিষেক হচ্ছে এবারই। তবে এ নিয়ে কোনো বিশেষ অনুভূতি হচ্ছে না তামিমের। তার কাছে দলের ভালো শুরুটাই আসল।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তামিম বললেন, ‘সত্যি বলতে কি, অধিনায়কত্ব পাচ্ছি এটা নিয়ে আমি চিন্তা করছি না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে, শুরুটা ভালো করা। নেতৃত্ব তখনই ভালো লাগে যখন দল ভালো করে। আমি এসব নিয়ে মোটেও উত্তেজিত নই। আমি আমার কাজ, দায়িত্ব ঠিকভাবে পালন করতে চেষ্টা আর খেলোয়াড়দের উৎসাহিত করার চেষ্টা করব। ’

এই ম্যাচ দিয়ে তামিমের যেমন ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে, তেমনি আবার এই ম্যাচ দিয়েই বিদায় বলে দিচ্ছেন লঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গা। তাছাড়া দলটির কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ও নিশ্চিত হবে এই সিরিজ শেষেই। সবমিলিয়ে শ্রীলঙ্কা কিছুটা হলেও ব্যাকফুটে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমি মনে করি এই যে কোচ থাকবেন কিনা, মালিঙ্গার বিদায় এগুলো আসলে মাঠের বাইরে পর্যন্তই থাকে। ’ 

‘যখন মাঠে খেলতে নামবে তখন তাদের (লঙ্কানদের) মাথায় এসব চিন্তা থাকবে না। মালিঙ্গার কথাই যদি বলি, সে নিশ্চয়ই মাঠে তার বিদায়ের কথা চিন্তা করবে না। শ্রীলঙ্কা দলের বাকিরাও এটা নিয়ে ভাববে না। তাদের চিন্তা থাকবে আমাদের যেভাবেই হোক হারিয়ে দেওয়া। আমার মনে হয়না এসব মাঠে কোনো প্রভাব ফেলবে। আর যদি ফেলে তাহলে আমাদের জন্যই ভালো। আমরা আসলে এসব নিয়ে ভাবছি না। আমাদের ফোকাস এখন খেলায়। ’

লঙ্কানদের হারানোর জন্য সবচেয়ে বেশি জরুরি শুরুটা ভালো করা। তামিমের মতে অবশ্য প্রথম সেশনটাই বেশি গুরুত্বপূর্ণ, ‘প্রথম সেশনটা ভালো করতে হবে। শুরুতেই যদি শেষের চিন্তা করি তাহলে এটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। আগে ব্যাট করি বা বল, আমাদের শুরুটা ভালো করতে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে ম্যাচ জেতা। এরপর সেখান থেকে সামনে এগিয়ে যাওয়া। সিরিজ জিততে কে না চাইবে! সেজন্য ভালো শুরু আগে জরুরি। ’

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।