ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফি-সাকিবকে ছাড়াও টাইগারদের সমীহ করছে শ্রীলঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
মাশরাফি-সাকিবকে ছাড়াও টাইগারদের সমীহ করছে শ্রীলঙ্কা সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে শুক্রবার (২৬ জুলাই) কলম্বোয় মাঠে নামবে শ্রীলঙ্কা। এই সিরিজে মাশরাফি-সাকিবের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটার খেলছেন না। লিটন-সাইফউদ্দিনও নেই। তবুও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না স্বাগতিকরা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে সেটাই জানিয়েছেন।

করুনারত্নে বলেন, ‘আমার মনে হয় না বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কারণ আছে।

ওরা খুব ভালো ক্রিকেট খেলছে। বিশ্বকাপে তাদের পারফর্ম্যান্সও ভালো ছিল। মাশরাফি-সাকিব নেই তবে তাদের পরিবর্তে যারা স্কোয়াডে আছে তারা ভালো খেলেই এসেছে। তাই কোনো ম্যাচই হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। ’

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন পেসার লাসিথ মালিঙ্গা। তাই তার বিদায়ী ম্যাচে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক।

তিনি বলেন, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। ম্যাচটা জিতে তাকে (মালিঙ্গা) ভালোভাবে বিদায় জানাতে চাই। তাই জয়টাই আমাদের মূল উদ্দেশ্য।

শুক্রবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
আরএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।