ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম ইনিংসের লজ্জা কাটিয়ে ১৮১ রানের লিড ইংলিশদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
প্রথম ইনিংসের লজ্জা কাটিয়ে ১৮১ রানের লিড ইংলিশদের আয়ারল্যান্ড-ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে লজ্জাজনকভাবে মাত্র ৮৫ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। তবে প্রথম ইনিংসের লজ্জা ভুলে জ্যাক লিচ ও জেসন রয়দের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় লিডের পথে হাটছে দলটি।

প্রথম ইনিংসে ২০৭ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করে আয়াল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয় দিন শেষ করে ৯ উইকেটে ৩০৩ রানে। লিড নিয়েছে ১৮১ রানের। নাইটওয়াচম্যান হয়ে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি বঞ্চিত হলেও দলকে ভালো অবস্থানে রেখে যান জ্যাক লিচ। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থেকে বিদায় নেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) লর্ডসে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় দিনের শুরুটাও ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় মাত্র ২৬ রান যোগ হতেই ৬ রানে ফেরেন জো বার্নস। তারপর জেসন রয় ও নাইটওয়াচম্যান লিচের ব্যাটে প্রতিরোধে গড়ে স্বাগতিকরা।

দলীয় সর্বোচ্চ ৭২ রানে রয়কে বিদায় করে দেন আইরিশ বোলার থম্পসন। এর মধ্যে দিয়ে ভাঙে ১৪৫ রানের দারুণ জুটি। এরপর লিচও ফিরে যান ৯২ রানে। জো ড্যানলি ৩১, জনি বেয়ারস্টো ০, মঈন আলী ৯, ক্রিস ওকস ১৩, ও স্যাম কুরান ৩৭ রানে আউট হয়ে ফেরেন। ক্রিস ব্রড ২১ ও ওলি স্টোন কোনো রান না করে অপরাজিত রয়েছেন।

দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডের হয়ে অ্যাডএয়ার ৩টি, র‌্যাঙ্কিন ও থম্পসন ২টি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।