ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ছবি-সংগৃহীত

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার (২৬ জুলাই), বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে।  

বাংলাদেশের ১৪তম ওয়ানডে অধিনায়ক হিসেবে আজ অভিষেক হচ্ছে তামিম ইকবালের। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার চোটের কারণে হুট করে অন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন এই টাইগার ওপেনার।

এর আগে অবশ্য টেস্টে নেতৃত্ব দিয়েছেন তামিম। ২০১৭ সালে মুশফিকুর রহিমের চোটে পড়ায় অধিনায়কত্ব করেন তিনি।  

এই ম্যাচ শেষে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিতে পারেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। সিরিজ শুরুর আগে এমন আভাস দিয়েছেন তিনি।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে রাউন্ড রবিনের লড়াইয়ে বৃষ্টির কারণে বাতিল হয়ে যায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি। দু’দলকে সন্তুষ্ট থাকতে হয় পয়েন্ট ভাগাভাগি করে। আজকের ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

কলম্বোর স্থানীয় আবহাওয়া অফিস বলছে, ২৬ জুলাই ভারি বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস থাকলেও মুষলধারে বৃষ্টি হবে, এমনটাই বলেছে তারা।  সকালবেলা বৃষ্টি হয়েছে কলম্বোয়। শুধু এই ম্যাচই নয়, ২৮ এবং ৩১ জুলাইয়ের ম্যাচ দুটিতেও বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), অভিষেক ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও লাসিথ মালিঙ্গা

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।