এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২০৮ রান।
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।
শুরুতে ব্যাটিং করতে নেমে অবশ্য ১০ রান তুলতেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে শফিউলের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৭ রানে ফেরেন ফার্নান্দো। দলীয় ১০ রানেই প্রথম উইকেটের পতন হয় স্বাগতিক শ্রীলঙ্কার।
এরপর ৩৭ বলে ৩৬ রান করে মেহেদি হাসান মিরাজের শিকার হয়ে ফেরেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনাতত্নে। কিন্তু ততক্ষণে শতরানের কোটা পেরিয়ে গেছে লঙ্কানরা। এখান থেকেই টাইগার বোলারদের ওপর ছড়ি ঘুরাতে শুরু করেন পেরেরা ও কুশল মেন্ডিস। সেঞ্চুরি হাঁকানো পেরেরা বাউন্ডারি হাঁকিয়েছেন ১৭টি, ছক্কা ১টি। মাত্র ৮২ বলে এসেছে তার পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। এই ইনিংসে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এমএইচএম