ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আম্পায়ার-মুশফিকদের অবাক করে হাঁটা ধরলেন মেন্ডিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
আম্পায়ার-মুশফিকদের অবাক করে হাঁটা ধরলেন মেন্ডিস কুশল মেন্ডিস-ছবি: সংগৃহীত

মুশফিক তবু হালকা আবেদন করলেন। বোলার রুবেল হোসেন তো আবেদনই করেননি। আম্পায়ারও  মুশফিকের আবেদনকে পাত্তা দিলেন না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হাঁটা শুরু করলেন ব্যাটসম্যান। দলের চাপের মুহূর্তেও অসাধারণ ‘ক্রিকেট স্পিরিট’র নজির স্থাপন করলেন লঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিস।

রুবেল হোসেনের করা লঙ্কান ইনিংসের ৩৫তম ওভারের শেষ বল। শর্ট লেন্থের বলটিতে কাট করতে চেয়েছিলেন মেন্ডিস।

কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে জমা হয় মুশফিকের গ্লাভসে। বাংলাদেশের উইকেটরক্ষক হালকা আবেদন করলেও আম্পায়ারের সাড়া না পেয়ে হেলমেট তুলতে যাচ্ছিলেন। বোলার রুবেল তখন ফিরছেন বোলিং লাইনে। কিন্তু ব্যাটসম্যান মেন্ডিস তখন ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।  

মেন্ডিসের এই দুর্দান্ত নজির সবার নজর কেড়েছে। তিনি চাইলেই ক্রিজে থাকতে পারতেন। রিপ্লেতে দেখা গেছে বল তার ব্যাটের কানায় আলতো ছোঁয়া লাগিয়ে গেছে। কিন্তু বাংলাদেশের হাতে রিভিউ ছিল না। তাছাড়া বাংলাদেশ দলের কেউ বুঝতেও পারেননি যে বল ব্যাটে লেগেছে। কিন্তু মেন্ডিস ফিফটি থেকে ৭ রান দূরত্বে দাঁড়িয়েও অসাধারণ ভদ্রতা দেখালেন। তার এই আচরণ মনে করিয়ে দিল অ্যাডাম গিলক্রিস্ট, স্টিভ ওয়াহ, এবি ডি ভিলিয়ার্সের অনন্য ভদ্রতার নজিরগুলো।

৩৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।