ছবি: সংগৃহীত
ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা লাসিথ মালিঙ্গা যে মোটেও ফুরিয়ে যাননি তা হাড়েহাড়ে টের পেলেন তামিম ইকবাল। বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারে বল করতে আসার আগে সমর্থক থেকে শুরু করে সতীর্থদের কাছ থেকে আবেগঘন মুহূর্ত উপহার পেয়েছেন মালিঙ্গা। কিন্তু বল হাতে নিয়ে সব আবেগ উধাও। ওভারের পঞ্চম বলেই টাইগার ওপেনার তামিম ইকবালের লেগ স্ট্যাম্প ভেঙে দিলেন। তামিম অবশ্য ঠেকাতে চেষ্টা করেছিলেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শুন্য রানেই বিদায় নিলেন টাইগার ওপেনার।
এর আগে টসে জিতে ব্যাটিং বেছে নিয়ে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন কুশল পেরেরা।
৪৮ রানের ইনিংস খেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এছাড়া ৪৯ বলে ৪৩ রান করে কুশল মেন্ডিস ও ৩৭ বলে ৩৬ রান করে বড় ভূমিকা রাখেন লাহিরু থিরিমান্নে।
বল হাতে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল দীর্ঘ বিরতি শেষে দলে ফেরা শফিউল ইসলাম। এই ডানহাতি পেসার ৩ উইকেট তুলে নিয়েছেন। তবে ৯ ওভারে খরচ করেছেন ৬২ রান । ২ উইকেট ঝুলিতে পুরেছেন মোস্তাফিজ। তবে ১০ ওভারে ৭৫ রান খরচ করেছেন তিনি। ১টি করে উইকেট গেছে মেহেদি, রুবেল ও সৌম্য সরকারের দখলে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এমএইচএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।