ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রিয়াদও পারলেন না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
রিয়াদও পারলেন না রিয়াদ

টানা উইকেট পতনের মিছিল ঠেকাতে পারলেন না মাহমুদউল্লাহ রিয়াদও। সেই ইনিংসের শুরুতেই তামিম ইকবালের বিদায়ের পর একে একে বিদায় নিয়েছেন আরও ৩ বাংলাদেশি ব্যাটসম্যান। লাহিরু কুমারার বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেওয়ার আগে বিদায় নেওয়ার আগে রিয়াদের ব্যাট থেকে এসেছে মাত্র ৩ রান। ৩৯ রানে নেই ৪ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১ রান।

৩১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ধুঁকছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার তামিম ইকবালকে হারানোর পর ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন মোহাম্মদ মিঠুন।

এরপর মালিঙ্গার দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন ওপেনার সৌম্য সরকারও। ওভারটা একেবারে উইকেট-মেডেন!

মালিঙ্গার পরপর তিন ইয়র্কার সামলানো সত্যিই কঠিন এক কাজ। দুটি তবু কোনোমতে সামাল দিলেন সৌম্য। কিন্তু তৃতীয়টি আর সম্ভব হলো না। ব্যাট কিছুটা আগে বাড়িয়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন টাইগার ওপেনার। কিন্তু এই পুরনো কৌশল মালিঙ্গার সামনে কাজে লাগেনি। বল লেগ স্ট্যাম্পে আঘাত করার আগে সৌম্য’র ব্যাটে কিছুটা ছোঁয়াও দিয়ে গেল।
 
বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন মালিঙ্গার প্রথম শিকার। বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারে বল করতে আসার আগে সমর্থক থেকে শুরু করে সতীর্থদের কাছ থেকে আবেগঘন মুহূর্ত উপহার পেয়েছেন মালিঙ্গা। কিন্তু বল হাতে নিয়ে সব আবেগ উধাও। ওভারের পঞ্চম বলেই টাইগার ওপেনার তামিম ইকবালের লেগ স্ট্যাম্প ভেঙে দিলেন। তামিম অবশ্য ঠেকাতে চেষ্টা করেছিলেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে।

তামিমের বিদায়ের পর নুয়ান প্রদীপের বলে লেগ বিফোরের ফাঁদে পরে বিদায় নেন মোহাম্মদ মিঠুন (১০)।  

এর আগে টসে জিতে ব্যাটিং বেছে নিয়ে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন কুশল পেরেরা। ৪৮ রানের ইনিংস খেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এছাড়া ৪৯ বলে ৪৩ রান করে কুশল মেন্ডিস ও ৩৭ বলে ৩৬ রান করে বড় ভূমিকা রাখেন লাহিরু থিরিমান্নে।

বল হাতে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল দীর্ঘ বিরতি শেষে দলে ফেরা শফিউল ইসলাম। এই ডানহাতি পেসার ৩ উইকেট তুলে নিয়েছেন। তবে ৯ ওভারে খরচ করেছেন ৬২ রান । ২ উইকেট ঝুলিতে পুরেছেন মোস্তাফিজ। তবে ১০ ওভারে ৭৫ রান খরচ করেছেন তিনি। ১টি করে উইকেট গেছে মেহেদি, রুবেল ও সৌম্য সরকারের দখলে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।