ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জরিমানাও গুনতে হলো তামিমদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
জরিমানাও গুনতে হলো তামিমদের ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তামিম ইকবাল ও তার দলকে। ৯১ রানের হারের পর এবার জরিমানাও গুনতে হচ্ছে বাংলাদেশ দলকে।

প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে জরিমানায় পড়েছে বাংলাদেশ দল। অধিনায়ক হিসেবে তামিম ইকবালকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ ও বাকিদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) ম্যাচের নির্ধারিত ৫০ ওভার সময়ের মধ্যে শেষ করতে পারেনি বাংলাদেশ। আইসিসির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী স্লো ওভারের ক্ষেত্রে ১ ওভার কম হলে দলের প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফি এর ১০ শতাংশ আর অধিনায়কের তার দ্বিগুন জরিমানা করা হয়।

সেক্ষেত্রে দুই ওভার কম থাকায় তামিমকে ৪০ শতাংশ ও অন্যান্যদের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রড এই জরিমানা করেন।

তবে দোষ স্বীকার করে নেওয়ায় তামিমকে আনুষ্ঠানিক শুনানিতে উপস্থিত হতে হয়নি। পাশাপাশি আরোপিত জরিমানাও মেনে নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।