টুইটারে এক নারী শাহিন শাহ আফ্রিদির ব্যক্তিগত ভিডিও চ্যাটের এক স্ক্রিনশট পোস্ট করেছেন। তিনি দাবি করেছেন, পাকিস্তানি ক্রিকেটাররা সবসময় নারীদের সঙ্গে ‘ফ্লার্ট’ করায় ব্যস্ত থাকেন।
এখানেই থামেননি ওই নারী। তার দাবি, পাকিস্তানি ক্রিকেটাররা নিজেদের তারকা ইমেজকে ব্যবহার করে নারীদের কাছ থেকে অনৈতিক সুবিধাও আদায় করে নেন।
ওই নারী টুইটারে লিখেছেন, ‘শাহিন শাহ আফ্রিদি পরবর্তী বড় মাছ। কেন তারা মাঠে ভালো খেলতে পারে না? তারা সবসময় নারীদের সঙ্গে প্রেমের ভান করে বেড়ায়। তারা তাদের স্ট্যাটাস ও ক্ষমতা কাজে লাগিয়ে নারীদের আকৃষ্ট করে এবং এরপর তাদের সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হয়। সামনে আরও প্রমাণ আসছে। ’
তবে যে টুইটার একাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল সেটি এখন ডিলিট করা হয়েছে কিংবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভিডিও চ্যাটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনা যদি সত্যি হয় তাহলে বড় বিপদেই পড়তে পারেন আফ্রিদি। অথচ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। বিশ্বকাপে মাত্র ৫ ম্যাচ খেলেই ১৬ উইকেট তুলে নিয়ে তিনি পাকিস্তানের দ্বিতীয় শীর্ষ উইকেটশিকারি হয়েছিলেন। তাছাড়া লিগ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলিং ফিগারের মালিকও হয়েছিলেন।
এর আগে সাবেক পাকিস্তানি অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের ভাতিজা ইমামের বিরুদ্ধেও নারীঘটিত কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ তুলেছিলেন এক টুইটার ব্যবহারকারী।
একটি পোস্টের মাধ্যমে সেই টুইটার ব্যবহারকারী ইমামের সঙ্গে একাধিক নারীর কথোপকথনের স্ক্রিনশটও দিয়েছেন। পোস্টে লিখেছেন, ‘তাহলে দেখা যাচ্ছে ইমাম উল হক একই সঙ্গে ৭-৮ নারীকে একই সঙ্গে ব্যবহার করছেন। সে তাদের সবাইকেই বলছে, সে সারাজীবন ধরেই একা। এখানে কিছু স্ক্রিনশট যোগ করা হলো। ’
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমএইচএম