ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নির্বাচক হিসেবে বাশার-নান্নু বহাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
নির্বাচক হিসেবে বাশার-নান্নু বহাল নান্নু-বাশার। ছবি-সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হিসেবে স্বপদেই থাকছেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার। শনিবার (২৭ জুলাই) একথা জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বিসিবি। দ্বিস্তর বিশিষ্ট নির্বাচন ব্যবস্থায় নির্বাচক প্যানেল হিসেবে থাকবেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।

তারাই দল নির্বাচন করবেন। এছাড়া নির্বাচক কমিটিতে থাকবেন; বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, প্রধান কোচ, অধিনায়ক ও প্রধান নির্বাচক।

বিসিবির কার্যনির্বাহী সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, নির্বাচক প্যানেলের একটি পদ এখনও খালি আছে। সেখানে কাকে দেওয়া হবে তা পড়ে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমকেএম/আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।