ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে ভেসে গেলো অনূর্ধ্ব ১৯ দলের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
বৃষ্টিতে ভেসে গেলো অনূর্ধ্ব ১৯ দলের ম্যাচ অনূর্ধ্ব-১৯। ফাইল ছবি

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও ভারত অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার শনিবারের (২৭ জুলাই) ম্যাচটি ভেসে গেলো বৃষ্টিতে।

নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর নিজেদের তৃতীয় ম্যাচটি মাঠেই গড়ায়নি।

এমনকি টসও হয়নি। মুষলধারায় বৃষ্টিতে কোনোভাবেই খেলা শুরু করা সম্ভব হয়নি।

রোববার (২৮ জুলাই) ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।