ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়ের বিকল্প নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
জয়ের বিকল্প নেই বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

রঙিন পোশাকে নিজের অধিনায়কত্ব স্মরণীয় করে রাখতে পারেননি তামিম ইকবাল। প্রধান কোচের দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন এক কথায় জানিয়ে দিয়েছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। রোববারের (২৮ জুলাই) ম্যাচ তাই বাংলাদেশের জন্য হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই।

প্রথম ম্যাচটি লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচ হওয়ায় ভালো পারফরম্যান্সের পাশাপাশি লঙ্কানদের মধ্যে বাড়তি উৎসাহ কাজ করছে। কিন্তু বাংলাদেশ কোচের  মতে, কোনো দিকেই ভালো শুরু দিতে পারেনি টাইগাররা।

ব্যাটিং-বোলিংয়ের শুরুর দিকে দুর্বলতার পাশাপাশি ফিল্ডিংয়েও ছিলো চোখে পড়ার মতো কিছু ভুল।

খালেদ মাহমুদের মতে, মাঠে বাড়তি মনোযোগই পারে দলকে ম্যাচে ফেরাতে। তবে হারলেও দল পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের।

লাসিথ মালিঙ্গাকে শুধুমাত্র প্রথম ওয়ানডের জন্যই দলে রাখা হয়। লঙ্কানদের বিশ্বকাপ দল থেকে এই দলে পাঁচটি পরিবর্তন আনা হয়। যেখানে দলে জায়গা করে নেন শেহান জয়সুরিয়া, ওয়ানিনদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া ও লাহিরু কুমারা। আর মালিঙ্গার পরিবর্তে দ্বিতীয় ওয়ানডে থেকে দাসুন শানাকার মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: 

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), অভিষেক ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও দাসুন শানাকা।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯

এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।