ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ছবি-সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রোববার (২৮ জুলাই), বাংলাদেশ সময় বিকেল ৩টায়, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

লঙ্কানদের বিপক্ষে সিরিজ টিকে থাকলে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই তামিম ইকবালদের সামনে। প্রথম ম্যাচে ৯১ রানে টাইগারদের হারিয়ে লাসিথ মালিঙ্গাকে বিদায়ী উপহার দিয়েছে দিমুথ করুনারত্নের দল।

সিরিজে সমতা আনতে হলে নেতৃর্ত্বে ও ব্যাটিংয়ে নৈপুণ্য দেখাতে হবে তামিমকে। বেরিয়ে আসতে ধারাবাহিক ব্যর্থতার বৃত্ত থেকে। এছাড়া বল হাতে জ্বলে ওঠতে হবে মোস্তাফিজুর রহমান-রুবেল হোসেনদের। নয়তো আজকেই শিরোপা নিজেদের করে নিবে স্বাগতিকরা।  

অবশ্য বাঘ-সিংহের এই যুদ্ধে মালিঙ্গার বিদায় কিছুটা হলেও ভোগাতে পারে লঙ্কানদের। গত ম্যাচে বুড়ো হাড়ের ভেলকিতে মালিঙ্গাই ব্যবধান গড়ে দিয়েছিল।  

বাংলাদেশ একাদশ: 

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান

শ্রীলঙ্কার একাদশ: 

অভিষেক ফার্নান্দো, দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, লাহিরু কুমারা, আকিলা ধনঞ্জয়া, ইসুরু উদানা ও নুয়ান প্রদীপ

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।