ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন ভেট্টরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
সাকিবদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন ভেট্টরি ড্যানিয়েল ভেট্টরি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা শেষেই জানা গেছে, দলের স্পিন বোলিং কোচ হচ্ছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টরি। সেই থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমগুলোতে চলছে তাকে নিয়ে আলোচনা। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা নিজেদের সন্তুষ্টি বেশ ভালোভাবে প্রকাশ করেছেন। বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পেরে ভেট্টরিও বেশ সন্তুষ্ট, তা জানিয়েছেন বিসিবির বরাত দিয়ে।

বিসিবির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি মারফত জানানো হয়, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত ভেট্টরি। তিনি বলেছেন, ‘অনেক দিন ধরেই বাংলাদেশের ক্রিকেট দেখছি।

দেশটির বিদেশ সফরে অনেক ভালো কিছু স্মৃতি আছে। এ দলটা উঠে আসছে এবং অভিজ্ঞতার সঙ্গে সম্ভাবনা রয়েছে অনেকের। ’

নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারি ভেট্টরি। আপাতত বাংলাদেশের সঙ্গে ১০০ দিন কাজ করার চুক্তি হয়েছে তার সঙ্গে। নভেম্বরে ভারত সফরের আগে দায়িত্ব নেবেন সাবেক বাঁহাতি এ স্পিনার। তিন সংস্করণ মিলিয়ে বাঁহাতি স্পিনারদের মধ্যে ভেট্টরির উইকেটসংখ্যা সর্বোচ্চ ৭০৫। ৫৫৩ উইকেট নিয়ে তারপরই রয়েছেন সাকিব। সেই সাকিবের সঙ্গেই এবার কাজ করার সুযোগ পাচ্ছেন ভেট্টরি।

এ প্রসঙ্গে বলেন, ‘সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং অন্য উঠতি তরুণদের সঙ্গে কাজ করাটা হবে আনন্দের। অনেক আগ্রহ নিয়ে কাজ শুরু করতে চাই। ’

২০১৫ সালে অবসর নেওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ বছর খেলেছেন ভেট্টরি। সব সংস্করণ মিলিয়ে মোট ৪৪২ ম্যাচ খেলার অভিজ্ঞতা নতুন ছাত্রদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। বাংলাদেশের চিরায়ত শক্তির জায়গা স্পিন তাও জানেন তিনি। বলেন, ‘বাংলাদেশের জন্য স্পিন বোলিং বরাবরই শক্তির জায়গা। আধুনিক সময়ের দাবি মিটিয়ে খেলোয়াড় ও কোচ হিসেবে আমি নিজের জ্ঞান ভাগ করে নিতে চাই। বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে বোলারদের সাহায্য করতে চাই, যেন তারা নিজেদের প্রতিভা মেলে ধরতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।