ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাক টু ব্যাক ফিফটিতে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ব্যাক টু ব্যাক ফিফটিতে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছেন মুশফিক শ্রীলঙ্কা বিপক্ষে শট খেলার পথে মুশফিক: ছবি-সংগৃহীত

সতীর্থদের যাওয়ার আসার মিছিলে ব্যাট হাতে একাই লড়াই করছেন মুশফিকুর রহিম। ‘মিস্টার ডিপেন্ডবল’ তুলে নিয়েছেন সিরিজের দ্বিতীয় ফিফটি। শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচে ৬৭ রান এসেছিল তার ব্যাট থেকে।

ধনাঞ্জয়া ডি সিলভার বলে এক রান নিয়ে ‘ব্যাক টু ব্যাক’ ফিফটি করেন মুশফিক। তার ওয়ানডে ক্যারিয়ারের ৩৭তম ফিফটি এসেছে ৭১ বলে।

এই ইনিংস খেলার পথে ২টি চার মেরেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

এই রিপোর্ট লেখা পযর্ন্ত ৩৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে টাইগাররা। ব্যাটিংয়ে আছেন মুশফিক (৫৬) এবং মেহেদী হাসান মিরাজ (১৯)।

এর আগে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে নিজের ওয়ানডে ক্যারিয়ারে ৬০০০ রানের মাইলফলকে পৌঁছান মুশফিক। লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ রান করে এই মাইলফলক গড়েন তিনি।  

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার সৌম্য সরকার (১১) ও তামিম ইকবাল (১৯) ফিরে যান দলীয় ৩১ রানে। ওপেনারদের দেখানো পথে হাঁটেন মোহাম্মদ মিঠুনও (১২)। সতীর্থদের যাওয়া-আসার মিছিলে এক প্রান্ত আগলে রাখেন মুশফিক। তাকে সঙ্গ দিতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ (৬)।  

রান আউটের শিকার হয়ে ফেরেন গত ম্যাচের হাফসেঞ্চুরিয়ান সাব্বির রহমান (১১)। দলকে খাদের কিনারে রেখে আউট হোন মোসাদ্দেক হোসেন সৈকত (১৩)।  

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রোববার (২৮ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

লঙ্কানদের বিপক্ষে সিরিজ টিকে থাকলে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই তামিমদের। প্রথম ম্যাচে ৯১ রানে টাইগারদের হারিয়ে লাসিথ মালিঙ্গাকে চমৎকার বিদায়ী উপহার দিয়েছে দিমুথ করুনারত্নের দল।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।