ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্রেক থ্রু এনে দিলেন মেহেদী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ব্রেক থ্রু এনে দিলেন মেহেদী ছবি: সংগৃহীত

২৩৯ রানের লক্ষ্যে শ্রীলঙ্কার শুরুটা হয় দুর্দান্ত। বিনা উইকেটেই ৭১ রান তুলে ফেলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান অভিসকা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ ভাঙেন সেই জুটি।

ব্যাক্তিগত চতুর্থ ওভারের তৃতীয় বলে করুনারত্নেকে ফেরান মিরাজ। ২৯ বলে ১৫ রান করে মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন করুনারত্নে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ এক উইকেট হারিয়ে ১৩ ওভার শেষে ৭৮ রান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্য়য়ে পড়ে বাংলাদেশ। প্রথম দিকের ব্যাটসম্যানরা দ্রুতই ফিরতে থাকেন প্যাভিলিয়নে। তবে মুশফিকুর এওহিম ও মেহেদির ব্যাটে শেষ পর্যন্ত ২৩৮ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। মুশফিক অপরাজিত থাকেন ৯৮ রানে। মিরাজের ব্যাট থেকে আছে গুরুত্বপূর্ণ ৪৩ রান।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।