ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

এমন বোলিংয়ে ৩০০ রানও যথেষ্ট নয়: তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমন বোলিংয়ে ৩০০ রানও যথেষ্ট নয়: তামিম তামিম ইকবাল

বাজে ব্যাটিং আর নির্বিষ বোলিংয়ের পসরা সাজিয়ে ফের লঙ্কানদের কাছে হেরে গেছে বাংলাদেশ। এবারের হারে সিরিজও হাতছাড়া হয়ে গেছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই অত্যন্ত বাজে প্রদর্শনী মিলিয়ে পাওয়া এমন লজ্জাজনক হারের জন্য দলের সবার প্রচেষ্টার অভাবকে দুষছেন তামিম ইকবাল।

প্রথম ম্যাচে ৯১ রানে আর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হার। স্বাগতিকদের কাছে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশ।

প্রথম ম্যাচে তবু টস আর মালিঙ্গার একটা ভূমিকা ছিল। কিন্তু এই ম্যাচে পুরো স্পিনবান্ধব পিচে টস জিতেছিলেন তামিম। স্বাভাবিকভাবে তিনি ব্যাটিংটাই বেছে নিলেন। কিন্তু ফল হলো আগের মতোই। ম্যাচ শেষে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিমের কণ্ঠে তাই রাজ্যের হতাশা।  

তামিম বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ টস জিতেছিলাম। আমরা জানতাম উইকেটে স্পিন ধরবে। আমাদের ভালো শুরু দরকার ছিল। কিন্তু ৫০ রানে ৪ উইকেট হারানো কোনো কাজে লাগা সম্ভব নয়। ’

তবে শুধু বাজে ব্যাটিং নয়। বোলিং নিয়েই বেশি চিন্তিত টাইগার দলপতি, ‘আমরা যেভাবে বোলিং করেছি তাতে ৩০০ রানও যথেষ্ট হতো না। ’

দলের চার গুরুত্বপূর্ণ সদস্য মাশরাফি, সাকিব, সাইফউদ্দিন ও লিটনকে ছাড়াই সফরে এসেছে বাংলাদেশ। তাদের অভাব বাকিরা কিছুতেই পূরণ করতে পারছেন না। তামিম তো অধিনায়কত্ব পেয়েছেন একদম শেষ মুহূর্তে। ফলে দলের যে অভিজ্ঞতার ঘাটতি আছে তা ভালো করেই জানেন তামিম।

অভিজ্ঞতার অভাবের পাশাপাশি দলের খেলোয়াড়দের পরিশ্রমের ঘাটতিকেও বড় কারণ হিসেবে দেখছেন তামিম, ‘আমরা সুযোগ পেয়েছিলাম। যারা নেই তাদের নিয়ে তো ভেবে লাভ নেই। আমরা আসলে কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত ছিলাম না। আমরা সহজ উপায় খুঁজেছি। ’

আগামী বুধবার (৩১ জুলাই) বেলা ৩টায় সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।