ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নাঈমের সেঞ্চুরিতে সিরিজ সমতায় শেষ করলেন ইমরুলরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
নাঈমের সেঞ্চুরিতে সিরিজ সমতায় শেষ করলেন ইমরুলরা ছবি:সংগৃহীত

মোহাম্মদ নাঈমের অন্যবদ্য সেঞ্চুরিতে সিরিজের পঞ্চম ও শেষ আনঅফিসিয়াল ওয়ানডেতে আফগানিস্তান ‘এ’ দলকে ৬২ রানের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ ‘এ’ দল। এর ফলে সিরিজটি ২-২ ব্যবধানে শেষ করলো ইমরুল কায়েসের নেতৃত্বে দলটি। চতুর্থ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

সোমবার (২৯ জুলাই) বিকেএসপিতে মুখোমুখি হয় দু’দল। যেখানে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৬২ রান করে।

জবাবে স্বাগতিক বোলারদের দাপটে ৪৫.১ ওভারে ২০০ রানে গুটিয়ে যায় আফগান দলটি।

২৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ইয়াসির আরাফাতদের বোলিং তোপে পড়ে সফরকারী ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার রহমতউল্লা গুরবাজ। এছাড়া ৪৭ রান আসে অধিনায়ক নাসির জামালের ব্যাট থেকে।

ইয়াসির বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান। শফিকুল ইসলাম ও আমিনুল ইসলাম দুটি করে উইকেট দখল করেন। এছাড়া আবু জায়েদ রাহি ও মেহেদি হাসান একটি করে উইকেট তুলে নেন।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ খেলা নাঈমের ব্যাটে ভর করে ভালো সংগ্রহ পায় জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়ে গড়া বাংলাদেশের এই দল। এই ওপেনার ১৪৩ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১২৬ রান করে রান আউট হন। এছাড়া ৫০ বলে ৫৩ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন।

আফগান বোলারদের মধ্যে করিম জানাত ৩টি ও ফজল নিয়াজি ২টি উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।