ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

একাধিক নারী-সম্পর্কে জড়ানোর বিষয়ে ইমামের দুঃখপ্রকাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
একাধিক নারী-সম্পর্কে জড়ানোর বিষয়ে ইমামের দুঃখপ্রকাশ ইমাম-উল-হক-ছবি:সংগৃহীত

ইন্টারনেট জগতে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে সম্প্রতি সমালোচিত হয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান ইমাম-উল-হক। তবে অবশেষে এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নিতে হয় পাকিস্তান ক্রিকেট দলকে। দলের ক্রিকেটারদের মধ্যে খারাপ সম্পর্ক, বোর্ড ও দল ঢেলে সাজানো এমন সব আলোচনার মধ্যে নতুন করে শিরোনামে আসেন দলের অন্যতম সদস্য ইমাম।

সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম। তবে এর বাইরে নিজের পারফরম্যান্স দিয়েও আলোচনায় থাকেন তিনি। কিন্তু এই আলোচনা তার জন্য মোটেই সুখকর ছিল না। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় নারী ঘটিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ইমাম।

এক টুইটার ব্যবহারকারী ইমামের একাধিক নারীর সঙ্গে-সম্পর্কের ঘটনা ফাঁস করেছেন। একটি পোস্টের মাধ্যমে সেই টুইটার ব্যবহারকারী ইমামের সঙ্গে একাধিক নারীর কথোপকথনের স্ক্রিনশটও দিয়েছেন। পোস্টে লিখেছেন, ‘তাহলে দেখা যাচ্ছে ইমাম উল হক একই সঙ্গে ৭-৮ নারীকে একই সঙ্গে ব্যবহার করছেন। সে তাদের সবাইকেই বলছেন, সে সারাজীবন ধরেই একা। এখানে কিছু স্ক্রিনশট যোগ করা হলো। ’

যদিও পরবর্তীতে সেই টুইট মুছে ফেলা হয়। কিন্তু তার আগেই স্ক্রিনশটগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে পিসিবি অবশ্য এই ধরনের কর্মকাণ্ড নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। জানায়, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান জানান, বিষয়টি নিয়ে ইমাম অনুতপ্ত এবং সে দুঃখ প্রকাশ করেছে।

তিনি বলেন, ‘যা হয়েছে তা ভুল স্বীকার করে ইমাম ক্ষমা চেয়েছে। সে জানায়, ভুলবোঝাবুঝির মাধ্যমে এই ব্যাপারগুলো প্রকাশ পেয়েছে। ’

ওয়াসিম আরও বলেন, ‘তবে আমরা তাকে একটা ব্যাপার পরিষ্কার করে বলে দিয়েছি, যদিও এটা তার ব্যক্তিগত ইস্যু, কিন্তু আমরা চাইবো ক্রিকেটাররা যেন তাদের নীতি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ মূল্যায়ন করে। ’

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।