ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশের যুবারা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশের যুবারা  ছবি-সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের যুবারা ডার্ক লুইস পদ্ধতিতে ২ উইকেটের জয় তুলে নিয়েছে প্রতিবেশী দেশটির বিপক্ষে। ভারতীয় যুবাদের দেওয়া ২১৯ রানের টার্গেট ৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। 

মঙ্গলবার (৩০ জুলাই) ইংল্যান্ডের বিলিরিকের টবি হো ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালই করে ভারতীয় যুবারা।

দলীয় ৩৩ রানে যশস্বী যুবরাজকে (১১) ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন শরিফুল ইসলাম। শরিফুল নিজের দ্বিতীয় শিকার বানান দুর্গেশ কানপিলেবারকে (৫৩)।  

এর আগে আরেক ওপেনার কামরান ইকবালকে (৪৪) বোল্ড করে ফিফটি বঞ্চিত করেন শামিম হোসেন। তবে ধ্রুব জুরেল (৭০) ও সমীর রিজভীর (২১) ব্যাটিং নৈপুণ্যতায় বৃষ্টির কারণে ৩৬ ওভারে নেমে আসা ম্যাচে ৫ উইকেটে ২২১ রান করে ভারত।  
 
বিরূপ আবহাওয়ার জন্য ডার্ক লুইস পদ্ধতিতে বাংলাদেশের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২১৯ রান। টার্গেট তাড়া করতে নেমে দলীয় ১১ রানে তানজীদ হাসানকে (৪) হারালেও শুরুর চাপ সামাল দেয় পারভেজ হোসেন ইমনের ব্যাট। ৫১ রানে ফিরেন তিনি। তার আগে ২০ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। ৩০ রান আসে তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে। সুবিধা করতে পারেননি শাহাদাত হোসেন (১)।  

দলের বিপর্যয়ে অধিনায়কসূলভ ইনিংস খেলেন আকবর। শামিম হোসেন (২২), মৃত্যুঞ্জয় চৌধুরী (১৬) ও রাকিবুল হাসানের (৪) সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি। শরিফুল অপরাজিত ছিলেন ১ রানে। অপরাজিত ৪৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আকবর।  

এই জয়ে ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলের পাশাপাশি ভারতের ওপর প্রতিশোধ  নিলো বাংলাদেশের যুবারা। সিরিজে দু’দলের প্রথম সাক্ষাতে হেরেছিল যুব টাইগার বাহিনী। দ্বিতীয় ম্যাচ ড্র হয়।  

সিরিজে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে বাংলাদেশের যুবা দল। সমান ম্যাচে দুইয়ে থাকা ভারতের পয়েন্ট ৫। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে স্বাগতিক ইংল্যান্ড।  

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।