ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরুতেই ফার্নান্দোকে ফেরালেন শফিউল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
শুরুতেই ফার্নান্দোকে ফেরালেন শফিউল শফিউল ইসলাম। ছবি: সংগৃহীত

আগের দুই ম্যাচে লঙ্কান ওপেনাররা বড় স্কোর গড়লেও তৃতীয় ও শেষ ম্যাচে শুরুতেই লঙ্কান শিবিরে ধাক্কা দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দলীয় ১৩ রানেই প্রথম উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ। এক উইকেটে ৭ ওভার শেষে ১৮ রান।

ব্যক্তিগত তৃতীয় ওভারে অভিসকা ফার্নান্দোকে একবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান শফিউল। আউট হয়ে ফেরার আগে ১৪ বলে ৬ রান করেন লঙ্কান ওপেনার।

এর আগে, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্মান রক্ষার তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে। বাংলাদেশ সময় বেলা ৩টায় মাঠে গড়ায় ম্যাচটি।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও রুবেল হোসেন।

শ্রীলঙ্কার একাদশ: 

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অভিষেক ফার্নান্দো,  কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, শেহান জয়াসুরিয়া, আকিলা ধনঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাশুন রাজিথা ও লাহিরু কুমারা।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।