ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্রেক থ্রু এনে দিলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ব্রেক থ্রু এনে দিলেন সৌম্য বল হাতে ব্রেক থ্রু এনে দিয়েছেন সৌম্য-ছবি: সংগৃহীত

ক্রমেই বল হাতে নিজের জাত চেনাচ্ছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ম্যাচেও বল হাতে ঝলক দেখালেন তিনি। এবার ব্রেক থ্রু এনে দিলেন গুরুত্বপূর্ণ মুহূর্তে। দারুণ এক ফিফটি হাঁকিয়ে লঙ্কানদের বড় সংগ্রহের দিকে টেনে নিচ্ছিলেন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুজনে মিলে ১০১ রানের বিশাল জুটি গড়েছিলেন। অবশেষে এই জুটি ভাঙলেন সৌম্য।

ডানহাতি মিডিয়াম পেসার সৌম্য'র স্লো বলে তুলে মেরেছিলেন মেন্ডিস। লং-অনে অনেকটা সময় অপেক্ষা করে ক্যাচ তালুবন্দি করেন সাব্বির রহমান।

বিদায়ের আগে ৫৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন মেন্ডিস। ১৯৪ রানে চতুর্থ উইকেট হারানো শ্রীলঙ্কার সংগ্রহ ৪৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান।

এর আগে, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্মান রক্ষার তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে। বাংলাদেশ সময় বেলা ৩টায় মাঠে গড়ায় ম্যাচটি।

আগের দুই ম্যাচে লঙ্কান ওপেনাররা বড় স্কোর গড়লেও তৃতীয় ও শেষ ম্যাচে শুরুতেই লঙ্কান শিবিরে ধাক্কা দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দলীয় ১৩ রানেই প্রথম উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ব্যক্তিগত তৃতীয় ওভারে ফার্নান্দোকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলে ফেরান শফিউল। আউট হয়ে ফেরার আগে ১৪ বলে ৬ রান করেন লঙ্কান ওপেনার।

শুরুতেই আভিশকা ফার্নান্দোকে হারিয়ে বসা শ্রীলঙ্কাকে ক্রমেই বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা। কিন্তু ফিফটি থেকে মাত্র ৪ রান দূরত্বে থাকা করুনারত্নেকে ফিরিয়ে ৮৩ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম।  

পরের ওভারেই ফিফটির পথে ছুটতে থাকা আরেক লঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরাকে (৪২) বিদায় করেন রুবেল হোসেন। দুটি ক্যাচই গেছে উইকেটরক্ষক মুশফিকের গ্লাভসে। ৯৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু ম্যাথিউস ও মেন্ডিস ক্রমেই লঙ্কান ইনিংস বড় সংগ্রহের পথে টেনে নিচ্ছিলেন, সেসময় মেন্ডিসকে তুলে নেন সৌম্য। । অপরদিকে ফিফটি তুলে নিয়ে ব্যাটে ঝড় তুলছেন ম্যাথিউস।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।