ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সেমিতে বিদায় নিলেন মুমিনুলরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
সেমিতে বিদায় নিলেন মুমিনুলরা ছবি:সংগৃহীত

ভারতে মিনি রঞ্জি খ্যাত টুর্নামেন্টের সেমিফাইনালে বিদায় নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। চার দিনের ম্যাচে শেষ দিনে প্রতিপক্ষ ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘ ৭ উইকেটে হারায় মুমিনুল হকদের।

২২৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ছত্তিশগড় ৫৩.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

এর আগে বাংলাদেশের দলটি নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে তোলে ৩৩৪ রান।

তবে সফরকারী বোলারদের দাপটে প্রথম ইনিংসে ছত্তিশগড় সব উইকেট হারিয়ে তোলে ২৫৭ রান।

দ্বিতীয় ইনিংসে বিসিবি একাদশ অলআউট হওয়ার আগে তোলে ১৫০ রান। তাতে, শেষ দিনে ছত্রিশগড়ের সামনে টার্গেট দাঁড়ায় ২২৭ রান।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।