ম্যান্ডেলা ওভালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩০ রান তোলে প্রোটিয়ারা। জবাবে ব্যাট করত নেমে ৯ উইকেটে ১২৫ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
১৩০ রানের টার্গেট ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি বাংলাদেশ নারীরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলীয় ১৬ রানে মুর্শিদা খাতুনের উইকেট হারায় টাইগ্রেসরা।
নিগার সুলতানা দলীয় ৪৪ রানে আউট হন। এরপর ফাহিমা খাতুন ছাড়া কেউই রানের দেখা পাননি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ৩২ রান করে ফাহিমা।
দক্ষিণ আফ্রিকার টুমি সেখুখুনে ৩টি এবং এমলাবা, আয়াবোংগা খাকা, ডি ক্লার্ক ও ইভোডিয়া ইয়েকিলে ১টি করে উইকেট নেন।
এরা আগে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করে দক্ষিণ আফ্রিকা। এই ১৩০ রানের মধ্যে ১২৭ রানই এসেছে উদ্বোধনী জুটি থেকে। সর্বোচ্চ ৭২ রান আসে ওপেনার তৃষা চেট্টির ব্যাট থেকে। আরেক ওপেনার তাজমিন ব্রিটজ ৫২ রান করে আউট হন।
বাংলাদেশের রিতু মনি ২টি এবং খাদিজাতুল কুবরা ১টি উইকেট নেন।
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
আরএআর/জেডএস