ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

তিন বিভাগেই আমরা ভুল করেছি: সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
তিন বিভাগেই আমরা ভুল করেছি: সৌম্য সৌম্য সরকার-ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশের ব্যর্থতা নিয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে ৯১ রানে, পরের ম্যাচে ৭ উইকেটে আর বুধবারের ম্যাচে ১২২ রানের বড় হার। প্রতিটি ম্যাচেই জেতার কোনো ভাষা প্রকাশ করতে পারেননি তামিম-রুবেলরা।

কোনো বিভাগেই প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ দল। শেষ ম্যাচে হারার পর সৌম্য সরকারও স্বীকার করলেন নিজেদের ব্যর্থতার কথা।

দলের ব্যর্থতার অনেকটা দায় সৌম্যর ওপরও বর্তায় বটে। কেননা টপঅর্ডার থেকে শুরু করে লেজের দিকের ব্যাটসম্যান কারো ব্যাটেই ছিলো না রান। টপঅর্ডার ব্যাটসম্যান হিসেবে সৌম্য নিজেও পাননি রান। একমাত্র দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের ৯৮ রান ও শেষ ম্যাচে সৌম্যর ৬৯ রানের এক ইনিংস ছাড়া পুরো সিরিজে বলার মতো নেই কিছুই।

সিরিজের পুরো হতাশাই যেনো শেষ ম্যাচের সংবাদ সম্মেলনে ঢেলে দিলেন সৌম্য। ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি নির্বিষ বোলিং ও ফিল্ডিং নিয়েও কথা বলেন সৌম্য। বলেন, ‘তিন বিভাগেই আমরা ভুল করেছি। বিশেষ করে ব্যাটিংয়ে এবং টপঅর্ডারে। প্রথম চার-পাঁচ ব্যাটসম্যান রান পেলে ফলটা অন্যরকমও হতে পারত। ’

প্রতি ম্যাচে কাছাকাছি ধরনের ভুলই করেছে ক্রিকেটাররা। আগের ম্যাচের কোনো কিছু থেকেই তারা শিক্ষা নেননি। সৌম্যও স্বীকার করেন বলেন, ‘হ্যাঁ, দেখতে বাজে লেগেছে। একই জায়গায় একইরকম ভুল হয়েছে। এটা হয়তো অন্যরকম হতে পারত। যেমন ভালো বলে উইকেট নিয়ে গেলে অতটা মনে হতো না। ’

বিশ্বকাপের ব্যর্থতার পর শ্রীলঙ্কা সিরিজে প্রমাণের ছিল অনেক কিছুই। কিন্তু সেই ব্যর্থতার জালেই আটকে রইলো বাংলাদেশ। তবে সৌম্যর মতে, সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। ভালো সময় আসলে আবার সব ঠিক হয়ে যাবে। বলেন, ‘যখন ভালো যায় তখন সবকিছুই ভালো যায়। যখন খারাপ যায় সবকিছু খারাপ হয়। সবাই চেষ্টা করছে যার যার দিক থেকে। হ্যাঁ, আমরা আরও ভালো করতে পারতাম। তবে আমরা জিতলে এমন প্রশ্নগুলো আসত না। ’

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।