ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশের প্রথম অধিনায়ককে শেষ শ্রদ্ধা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
দেশের প্রথম অধিনায়ককে শেষ শ্রদ্ধা জানাল বিসিবি ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক প্রয়াত শামীম কবিরকে শেষ শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (০১ আগস্ট) বিসিবি কার্যালয়ে সকাল সোয়া ১১টার সময় শামীম কবিরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রথম অধিনায়ককে সম্মান জানাতেই ক্রিকেট বোর্ড এই আয়োজন করে।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয় সহ বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমান ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

ছবি: শোয়েব মিথুনএর আগে গত সোমবার রাজধানীর ইডেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম অধিনায়ক শমীম কবির।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।